তৃণমূল বিএনপি প্রার্থীমৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপি প্রার্থী ও দুইবারের সাবেক সংসদ সদস্য (সোনালী আঁশ) এম এম শাহীন অভিযোগ করে বলেন, ‘তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে অনেক প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করছেন। আমার ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারে সেজন্য বাঁধা প্রদান করা হচ্ছে। এছাড়া বিভিন্ন জায়গায় নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করার ঘটনা ঘটছে।’এই বিষয়টি ইতিমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি।
রবিবার (৭জানুয়ারি) বেলা সোয়া ১১টায় কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন এম এম শাহীন ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে শতভাগ আশাবাদী আমি বিজয়ী হবো। আমি বিজয়ী হলে কুলাউড়ার সার্বিক সৌন্দর্য, গনতন্ত্র, নিরাপত্তাসহ অনেকগুলো উন্নয়ন কাজ করবো। আমি অতীতে এই কুলাউড়ায় অনেক উন্নয়ন কাজ করেছি এবং আমি বিশ্বাস করি বদলে যাওয়া একটি কুলাউড়া উপহার দেবো।’
মন্তব্য