ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্যে ছেয়ে গেছে কমলগঞ্জবাজার

কমলগঞ্জ প্রতিনিধি:ভেজাল পণ্য, পণ্যের গায়ে দাম লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওজনে কারচুপিসহ নানা অব্যবস্থাপনা ও অনিয়মে ভরপুর হয়ে উঠেছে কমলগঞ্জ উপজেলার হাটবাজার। এসব ভেজালের বিরুদ্ধে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনাগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। বুধবার দুপুরে শমসেরনগর বাজারে দু’টি প্রতিষ্ঠানে অভিযানের পর চেয়ারম্যানের অনুরোধে অভিযান বন্ধ রাখা হয়। জাতীয় ভোক্তা জানা যায়, জেলার বিভিন্ন হাটবাজারে অভিযানের অংশ হিসাবে বুধবার দুপুরে শমসেরনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ খাদ্য পণ্য, পণ্যের গায়ে দাম না লেখা, অতিরিক্ত মূল্য আদায় এসব বিভিন্ন অপরাধে সেঞ্চুরি গিফট কর্ণারকে ১ হাজার টাকা ও আলম ব্রাদার্সকে দেড় হাজার টাকাসহ আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দু’টি প্রতিষ্ঠানে অভিযানের পরপরই শমসেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ আসন্ন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে অভিযান বন্ধ রাখার অনুরোধ জানান। চেয়ারম্যানের অনুরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়েল সহকারী পরিচালক মো. আল-আমীন পরবর্তী অভিযান বন্ধ করে দেন। এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়েল সহকারী পরিচালক মো. আল-আমীন দু’টি প্রতিষ্ঠানে অভিযান ও চৌমুহনায় ১টি কোম্পানীর পণ্যের প্রচারনার তদন্তের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর শমসেরনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ অভিযান শিথিল করার অনুরোধ জানিয়েছেন। চেয়ারম্যানের অনুরোধের ভিত্তিতে দু’টি প্রতিষ্ঠানে অভিযানের পর অভিযান সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে নির্বাচনের পর আবার অভিযান পরিচালনা করা হবে। শমসেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, আমি ভেজালের বিরুদ্ধে অভিযানের পক্ষে। তবে শুক্রবার শমসেরনগর বণিক কল্যাণ সমিতির নির্বাচন, এ মুহুর্তে অভিযান কোন সমস্যার সৃষ্টি হতে পারে বলে অভিযান পরিচালনায় দু’দিনের জন্য বিবেচনা করতে অনুরোধ জানিয়েছি।