নগরীর ছোটমনি নিবাসে চার বন্ধুর খাদ্য বিতরণ

নন্দিত সিলেট :সিলেট নগরীর বাঘবাড়িতে অবস্থিত ছোটমনি নিবাসে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরন করলেন চার বন্ধু ছায়েদুর রহমান মেহেদি ,রিমা বেগম পপি ,সৈয়দ তানভীর হায়দার ও এমরান ফয়সল। আজ দুপরে তারা নিজ উদ্যোগে খাবার তৈরি করে ছোটমনি নিবাসে নিয়ে গিয়ে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরন করেন ।