লাইফ শেয়ার এর বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন 

নন্দিত সিলেট : লাইফ শেয়ার এর গ্রীন ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত দ্বিতীয়বার এর মত বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।আজ রবিবার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নতুন স্থাপিত সারফিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয় । মেহগনি, রেইন্ট্রী, আম, কাঁঠাল, কদমসহ কয়েক প্রজাতির কাঠ ও ফলের গাছ রোপন করা হয়। এ সময় উপস্হিত ছিলেন  মুক্তিযোদ্ধা জনাব আলফাজ উদ্দিন, রবিউল আওয়াল, প্রধান শিক্ষিকা আফিয়া বেগম সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার, ফারুক মিয়া, উপস্থিত ছিলেন লাইফ শেয়ার এর সহ-সাধারণ সম্পাদক মুহিব রহমান, সাংগঠনিক সম্পাদক জি এস কসির আলী, সদস্য আব্দুল বাসিত রেজন, ইমদাদুল হক প্রমুখ ।