ডিসি অফিসের উচ্চমান সহকারী মো: মানিক মিয়া’র মৃত্যু বিভিন্ন মহলের শোক

নন্দিত ডেস্ক:: জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট জেলার শিক্ষা ও কল্যাণ শাখার উচ্চমান সহকারী মো: মানিক মিয়া আর নেই। তিনি গত ১৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চাশ বছর বয়সে মৃত্যুবরণ করেন। শারীরিক অসুস্থতা নিয়েও তিনি গত বুধবার পর্যন্ত অফিসে কর্মরত ছিলেন। মো: মানিক মিয়া ওসমানীনগর উপজেলার আটগাঁও গ্রামের হাজী ময়না মিয়া সাহেবের পুত্র। তিনি নগরীর সাগরদিঘীর পাড় এলাকায় দীর্ঘদিন যাবৎ পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মো: মানিক মিয়া একজন সৎ, দক্ষ, বিনয়ী, মিষ্টভাষী, ও দায়িত্বশীল কর্মচারী ছিলেন। তাঁর কর্মদক্ষতা ও সহনশীল আচরণ জেলা প্রশাসনের ভাবমূর্তিকে সমোজ্জ্বল রেখেছে। তাঁর মত সহকারীর আকস্মিক প্রয়এ সময়ের এক অপূরণীয় ক্ষতি। বিজ্ঞপ্তি