নন্দিত সিলেট: অর্থাভাবে নিভে যাচ্ছে কামরান হোসেন মোনাই নামে এক শিশুর জীবন প্রদীপ ।সিলেট সুবিদবাজার লন্ডনী রোড/আগ্রনী ১৬৪ নং বাসার ইমরান আহমদের ছোট ভাই কামরান হোসেন মোনাই ৫ম শ্রেণির ছাত্র ।কামরানের চিকিৎসা খরচ বহন করতে পারছেনা পরিবার। দীর্ঘ চার মাস জটিল রোগে আক্রান্ত হয়ে আছে কামরান ।সিলেটের অনেক ভালো ভালো ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো ডাক্তার কামরানে রোগ ধরতে পারেন নি। তাই ডাক্তার বলছেন ঢাকা গেলে ইনশাআল্লাহ সুস্থ্য হয়ে যাবে কামরান ।কিন্তু কামরানের পরিবার খুবই দরিদ্র। বাবা নেই মারা গেছেন অসহায় পরিবার এখন টাকার অভাবে ছেলেটার সুন্দর জীবন টা হারাতে চলছে। কামরান চায় আগের মত জীবন ফিরে পেতে। চায় আগের মত স্কুলে যেতে।অসুস্থতার জন্য হাসপাতাল নয়ত বাড়ির চার দেয়ালেই বন্দী কামরান । তবে দুরন্ত শৈশবের স্বাদ নিতে চায় অন্য শিশুদের মতই। সামর্থবানদের একটু সহযোগিতা-সহমর্মিতাই ফিরিয়ে দিতে পারে তার শৈশব।
কামরান হোসেন মোনাইকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার ।
যোগাযোগ : কামরানের বড় ভাই ইমরান আহমদ
মোবাইল :০১৭৭৮৬১২৬২৯
মন্তব্য