নন্দিত সিলেট: দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় অনুষ্টিত হয়েছে । গতকাল সন্ধ্যায় লালাবাজার জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আমীর আলীর সভাপতিত্বে ও জেলা যুবসংহতি সমবায় বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান গেদুল এর পরিচালনায় এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন , লালাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুছ মিয়া ,তছির মিযা ,ফারুক আহমদ,ইলাছ মিয়া ,শিফন আহমদ ,মোক্তার আহমদ ,মানিক মিয়া ,আব্দুল কাদির ,জহুর উদ্দিন ,দুদু মিয়া ,আলী আহমদ,শাহিন খান,গিয়াস মুন্না ,মাহিন আহমদ প্রমুখ । উক্ত মত বিনিময় সভায় আগামী শনিবার উছমান আলীর সমর্থনে গনসংযোগ সফল করার লক্ষে আলোচনা করা হয় ।
মন্তব্য