নন্দিত সিলেট :বিশ্বনাথের “দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট” এর উদ্যেগে দেওকলস উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ আব্দুল মুকিদ স্যারের স্মরনে গোদামঘাটস্থ সিরাজ ম্যানশন ট্রাস্টের নিজ কার্যালয়ে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। শোক সভায় দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারন সম্পাদক শাহ নাজিম উদ্দিন এর পরিচালনায় ও সাবেল আহমদ খানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওকলস স্কুল এন্ড কলেজের গভনিংবডির সভাপতি ও ৭নং দেওকলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফখরুল আহমদ মতছিন। বিশেষ অতিথি,হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দেওকলস ইউনিয়নের ভারপাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ ,অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সভাপতি আরাফত রহমান, ট্রাস্টের সিনিয়র সদস্য আবুল আশরাফ এবং দেওকলস উচ্চ বিদ্যালযের সাবেক ছাত্র সুজেল আহমদ, ছিলেন দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিসেন্ট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, অফিসও প্রচার সম্পাদক রামিম আহমদ,সদস্য ময়নুল ইসলাম খান,পারভেজ আহমদ,ফারুক আহমদ স্বাগতিক বক্তব্য রাখেন ট্রাস্টের সদস্য ক্বারী তুহিন আহমদ।
মন্তব্য