নন্দিত সিলেট::‘কারো স্বার্থে নয় বরং দ্বীনি শিক্ষা বিস্তারে মানব কল্যানই আমাদের একমাত্র লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথের কাহিরঘাট মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার সংশ্লিষ্ট এলাকার ইংল্যান্ডে বসবাসরত প্রবাসীদের নিয়ে আগামী ২২শে অক্টোবর সোমবার ‘কাহিরঘাট মিছবাহুল উলুম মাদ্রাসা ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে সোনারগাঁও ১ রেস্টুরেন্ট ( ১৯৯, হোয়াইট চ্যাপেল রোড ,লন্ডন ই ১ ১ ডি ই )-এ বিকাল ৬ ঘটিকার সময় এক সাধারন সভার আয়োজন করা হয়েছে।
এতে ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সহ গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হবে । উক্ত সভায় অত্র এলাকার প্রবাসিরা উপস্থিত থেকে ট্রাস্টের সাথে সম্পৃক্ত হয়ে মাদ্রাসার বৃহত্তর স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহনের জন্যে অনুরোধ করেছেন কাহিরঘাট মিছবাহুল উলুম মাদ্রাসা ট্রাস্ট ইউকে’র আহবায়ক মো: মাহমুদ হোসেন।
মন্তব্য