সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হাসপাতালে ভর্তি

নন্দিত ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (৭ অক্টোবর) প্রফেসর ডা. ফারুকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম তার ওপেন হার্ট সার্জারি করবেন। তার দ্রুত সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি তার পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য যে, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন গত বৃহস্পতিবার (৪ অক্টোবর) ঢাকা শারীরিক অসুস্থতাবোধ করলে ডাক্তারের পরামর্শে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি হন।