দুর্গাপূজায় মেলা বসাতে নিষেধাজ্ঞা এসএমপির : আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি

নন্দিত সিলেট :: দুর্গাপূজায় আতশবাজি এবং পটকা ফুটানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সার্বজনীন শারদীয় দুর্গা পূজা-২০১৮ উপলক্ষে রোববার (৭ অক্টোবর) জারি করা এক গণ-বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। এসএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ এই গণ-বিজ্ঞপ্তি জারির কথা জানানো হয়। এসএমপির গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ১. পূজা মণ্ডপে দুষ্কৃতকারী কর্তৃক প্রতিমা ভাংচুর/পূজার উপকরণাদি চুরি/নাশকতামূলক কর্মকাণ্ড রোধকল্পে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করত: নিরাপত্তা নিশ্চিত করা এবং এরূপ ঘটনা ঘটলে দ্রুততম সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া। ২. প্রতিটি পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটি কর্তৃক পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/হ্যাজাক লাইট, নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট এর ব্যবস্থা রাখা। ৩. পূজা উদযাপন কমিটি কর্তৃক পূজা মণ্ডপে শৃঙ্খলা রক্ষার্থে নারী ও পুরুষের জন্য পৃথক পৃথক প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা। ৪. নারী দর্শনার্থীদের দেহ তল্লাশির জন্য পর্যাপ্ত নারী স্বেচ্ছাসেবক নিয়োগ করা। ৫. গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ ও প্রতিমা বিসর্জনের স্থানে প্রয়োজনীয় সংখ্যক সিসি টিভি স্থাপন/ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করা। ৬. পূজা মণ্ডপে Hand-held metal detector এর মাধ্যমে স্বেচ্ছাসেবক কর্তৃক তল্লাশির ব্যবস্থা করা। ৭. পূজা উপলক্ষে কোন ধরণের মেলা, হাউজি, সার্কাস, জুয়া খেলার আয়োজন না করা। ৮. পূজা চলাকালীন সময়ে আতশবাজি এবং পটকা ফুটানো হতে বিরত থাকা। ৯. পূজা চলাকালীন সময়ে পূজা মণ্ডপ এলাকায় এবং রাস্তায় যানজট নিরসনকল্পে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক নিয়োগ করা। ১০. পূজা মণ্ডপে অধিক রাত পর্যন্ত উচ্চস্বরে মাইক বা বাদ্যযন্ত্র না বাজানো। ১১. বিদ্যুৎ এবং পানি সরবরাহ নিশ্চিত-কল্পে পূজা কমিটি কর্তৃক পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা। ১২. বিসর্জনের পূর্বে শোভাযাত্রার রুট নির্ধারণ করা এবং কোনভাবেই শোভাযাত্রার রুট পরিবর্তন না করা। ১৩. প্রতিমা নিয়ে শহর প্রদক্ষিণ না করে নির্ধারিত রুটে বিসর্জনের স্থানে পৌঁছানো। ১৪. সন্ধ্যার পূর্বেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করা। ১৫. পূজা উদযাপন কমিটি কর্তৃক প্রতিমা বিসর্জনের স্থানে মাইক ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা। ১৬. যে সব স্থানে পূজা মণ্ডপের প্রতিমা বিলম্বে বিসর্জন দেয়া হয় সেক্ষেত্রে স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। ১৭. প্রতিমা বিসর্জনের পর লোকজন বিসর্জন স্থান হতে প্রস্থান না করা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। ১৮. নিজ নিজ অধিক্ষেত্রের স্থানীয় জনপ্রতিনিধি, পূজা কমিটি, জনগণ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করা। ১৯. পূজা মণ্ডপে Fire Extinguisher স্থাপন করা এবং প্রয়োজনে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের (নম্বর ০১৭৩০-৩৩৬৬৪৪) সাথে যোগাযোগ করা। ২০. নিরাপত্তা কর্মী/স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক বা দৃশ্যমান পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লিখিত আর্মড ব্যান্ড পরিহিত থাকা। ২১. দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি না করা । ২২. পূজা মণ্ডপের আশেপাশে কোন ফেরিওয়ালা, বাদাম, চানাচুর বিক্রেতা বা ছদ্মবেশী কোন হকার, অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে সতর্ক থাকা। ২৩. পূজা মণ্ডপে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা। ২৪. পূজা শুরু হওয়ার পূর্বেই পূজা কমিটি কর্তৃক মাইক ও বাদ্যযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির (আযান, নামাজ) প্রতি শ্রদ্ধাশীল হতে সকলকে উদ্বুদ্ধ করা। ২৫. শারদীয় দুর্গা পূজা আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তা-কর্মী নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও অনাকাক্ষিত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হল। প্রয়োজনে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন। জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন: পুলিশ কন্ট্রোল রুম (২৪ ঘণ্টা খোলা) ০১৭১৩-৩৭৪৩৭৫ ০১৯৯৫-১০০১০০ ০৮২১-৭১৬৯৬৮ ট্রাফিক কন্ট্রোল রুম ০৮২১-৭১৮০২৮ ডিবি কন্ট্রোল রুম ০৮২১-৭২০০৬৬ ওসি, কোতোয়ালি-০১৭১৩-৩৭৪৫১৭ ওসি, জালালাবাদ-০১৭১৩-৩৭৪৫২২ ওসি, এয়ারপোর্ট-০১৭১৩-৩৭৪৫২১ ওসি, দক্ষিণ সুরমা-০১৭১৩-৩৭৪৫১৮ ওসি, শাহপরাণ(র)-০১৭১৩-৩৭৪৩১০ ওসি,মোগলাবাজার-০১৭১৩-৩৭৪৫১৯ পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬ অতি: পুঃ কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৭ ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮ ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০৯ ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০ ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১ সিলেট মেট্রোপলিটন এলাকার হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শারদীয় দুর্গা পূজা উদযাপনের এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে অত্র গণ বিজ্ঞপ্তি জারি করা হল। অত্র গণ-বিজ্ঞপ্তিটি শারদীয় দুর্গা পূজা শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তিশৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠান উপভোগের স্বার্থে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে।