মেয়র আরিফের কাছে গাড়ির চাবি হস্তান্তর করলো নিটল নিলয় গ্রুপ

নন্দিত সিলেট :সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অফিস যাতায়াতের সুবিধার্থে নিটল নিলয় গ্রুপ (নিটল মটর লিমিটেড) একটি মিনিবাস হস্তান্তর করেছে। গত সপ্তাহে নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুল মাতলুব আহমাদ ও পরিচালক সালেহ আহমদ ফারুকীর সাথে এক বৈঠক মিলিত হন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় সিলেট সিটি কর্পোরেশনকে সৌজন্য উপহারের বিষয়টি তারা জানান। আজ সোমবার (৮ অক্টোবর) বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন নিটল মটরস লিমিটেডের এসসিভি পেসেঞ্জার ডিভিশনের প্রোডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ, বৃহত্তর সিলেট-সুনামগঞ্জ জেলার নিটল মটরস লিমিটেডের ডিলার ও সিলেট চেম্বার অফ কমার্সের পরিচালক এহতেশাম চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ।