নন্দিত সিলেট:: সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজারে “প্রাইম ডিজিটাল শপ” উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর ) দুপুর ১ টায় লালাবাজার প্রাইম ডিজিটাল শপ’র উদ্ভোধন করা হয়। তৈমুছ আলীর সভাপতিত্বে কামিং ষ্টার সেল্স টিমের মেম্বার মোঃ আমির আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মার্কেটিং আপনজন ইন্টাঃ লিমি: এর পরিচালক মোঃ মোস্তফা কামাল।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাইট এসোসিক্সের প্রেসিডেন্ট মোঃ মোয়াজ্জেম হোসেন, আপনজন ইন্টাঃ লিমিঃ এর ট্রেনার জি.এম. আওছাফুর রহমান খালিদ, ৬নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।
এ সময় উদ্ভোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন জালাল আহমদ, কয়েছ আহমদ,কুদ্দুছ,আতিকুর রহমান সানী, খলিল মিয়া, মনি বেগম, তান্নি বেগম, রুজিনা বেগম, কয়ছর মিয়া, আব্দুর রব, ময়নুল ইসলাম, মুস্তাক, আনোয়ার প্রমূখ।
এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাদ উদ্দিন।
মন্তব্য