নন্দিত সিলেট::সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা রচিত ‘এ ব্রোকেন ড্রিম’ গ্রন্থে মণিপুরীদেরকে পাকিস্তানী, রাজাকার হিসেবে আখ্যায়িত করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন মণিপুরী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ভানুবিল কৃষক-প্রজা আন্দোলন, ইছিম জমিদারে বিরুদ্ধে আন্দোলনসহ ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রামে মণিপুরীরা সক্রিয় অংশ নিয়েছেন। একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধে মণিপুরীরা বাঙালি সহযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন বাজি রেখে লড়াই করেছে। মাতৃভূমির প্রতি ভালোবাসার অকৃত্রিম টানে মণিপুরীরা জীবন বাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। অনেকে স্বাধীনতার বেদিমূলে উৎসর্গ করেছেন নিজেদের জীবন। অথচ সাবেক প্রধান বিচারপতি তার বইয়ে মণিপুরী সম্পর্কে ভ্রান্ত ও মনগড়া বক্তব্য দিয়ে মণিপুরীদেরকে বৃহত্তর সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য অপচেষ্টা চালিয়েছেন। বিবৃতিদাতারা অবিলম্বে নীতিবর্জিত উস্কানিমূলক মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবী জানান।
মন্তব্য