নন্দিত ডেস্ক:: ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আটক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা সম্পাদক,সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মওদুদ আহমেদ আকাশের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক গণশিক্ষা সম্পাদক কনক পাল অরূপের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক উপ আইন সম্পাদক কাউসার উদ্দিন আহমেদ,জেলা ছাত্রলীগ নেতা সুহেল আহমেদ,রেজাউল হক,এস এ এমরাজ, আনাস আহমদ,নাইম আহমেদ,রুমেল আহমেদ, মতিউর রহমান, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ শোভন,অনি অন্তু, সারোয়ার খান, আহমেদ শাহিন,আহমেদ উদ্দিন সাজন,সাহান আহমেদ,এম এ হানিফ,সুলতান আলি খান,রাওয়ান আহমেদ, শাহিন মিয়া,মাসুম আহমেদ,হাসিব,মামুন মিয়া,মোহন,জুবের,রাসেল, তুহিন,এবাদ,কাউসার রকি,নাইম আহমেদ,মুহিত, লিটন, সাগর, জালাল, সায়েম,ইমরান,তুহিন,রেজোয়ান প্রমুখ,
এ সময় সভাপতির বক্তব্য সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলাম বলেন রাজপথের আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ডের দায়িত্ব পালনকারী ছাত্রলীগ নেতা মওদুদ আহমেদ আকাশকে সাজানো মামলা দিয়ে কারাগারে আটক রেখে দমানো যাবেনা।
মুজিবাদর্শের সৈনিকেরা কখনো জেল জুলুম পরোয়া করেনা,এসময় তিনি অনতিবিলম্বে মওদুদ আহমেদ আকাশের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মন্তব্য