পুলিশি হামলায় আহত স্বেচ্ছাসেবক দল নেতার শয্যাপাশে খান জামাল

নন্দিত সিলেট :: সিলেট স্বেচ্ছাসেবক দল নেতা আহত তুহিনকে দেখতে যান সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। মঙ্গলবার বিকালে তার বাসায় শয্যাপাশে তিনি কিছু সময় কাটান। এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েসি সাজা বাতিলের দাবিতে সোমবার সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল শেষে সমাবেশের পর নেতাকর্মীদের উপর পুলিশের নগ্ন হামলা চালায় পুলিশ। এ সময় আহত হন স্বেচ্ছাসেবক দল নেতা তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাডক আব্দুল ওডাহিদ সোহেল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দেলওডার হোসেন চৌধরী, জাহাঙ্গীর হুসেন, সাইফুল ইসলাম উজ্জল প্রমুখ। নেতৃবৃন্দ আহত তুহিনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পুলিশি হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।