নন্দিত ডেস্ক :: গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর-সদর) আসনে গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলীর পক্ষে গণসংযোগ করা হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেট, হাসান মার্কেট, নিউ মিউনিসিপালিটি মার্কেট, সিটি মার্কেট ও কুদর উল্লাহ মসজিদ মার্কেটে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নেতা মো. আরিফ মিয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ সয়েফ আহমদ, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রাণ কান্ত দাশ, আব্দুস সত্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য