দক্ষিণ সুরমা তালামীযের প্রশিক্ষণ কর্মশালা বুধবার

নন্দিত ডেস্ক : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা আগামী বুধবার ২৪ অক্টোবর ২০১৮" সকাল ১১ টায় থেকে চন্ডিপুলস্থ রাজদূত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখবেন আনজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সাবেক সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক সহ সভাপতি মুহাঃ শরিফ উদ্দিন, সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক শেখ আলী হায়দার সহ এ ছাড়াও আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।এতে সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতায় কামনা করেছেন সংগঠনের দক্ষিণ সুরমা থানা শাখার সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।