নন্দিত সিলেট :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন।
বিবৃতিতে বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জসহ সিলেটজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের বাড়িতে ‘অন্যায় ও বেআইনীভাবে পুলিশি তল্লাশী এবং গ্রেফতারের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লুনা।
বিবৃতিতে তিনি বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথেই পুলিশ অত্যন্ত হিংস্রভাবে নেতৃবৃন্দের বাড়িতে বাড়িতে তল্লাশী চালায়, যা সম্পূর্ণ আইনের পরিপন্থী। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে না হয় এবং বিএনপি নেতাকর্মীদের মাঠ ছাড়া করার হীন উদ্দেশ্যে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী না হয়ে আওয়ামী লীগের কর্মী হয়ে এসব কাজ করে যাচ্ছে।’
বিবৃতিতে তাহসিনা রুশদীর লুনা সিলেট জেলা বিএনপির সদস্য ও ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হাই, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুম আহমদ মারুফ, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, গোয়ালাবাজার যুবদল নেতা সুজন মিয়া, লামাকাজী ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়ের আহমদসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন।
মন্তব্য