দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা

নন্দিত ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের উদ্যোগে ১১ নভেম্বর রোববার সন্ধ্যায় নগরীর দক্ষিণ সুরমাস্থ একটি অভিজাত হোটেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আশিক আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সদস্য হোসেন মিনহাজ, লাহিনুর রহমান, নিজাম আহমদ, বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগ নেতা এম.এ সালাম, দুলাল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইকবাল আহমদ, আবুল হোসেন, জয়ন্ত গোস্বামী, কামরুল ইসলাম, কাদির আহমদ, রহিম উদ্দিন, খোকন আহমদ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হান্নান, মো. আরশ আলী, আশরাফ আহমদ, সমজিদ মল্লিক, মো. শরীফ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।