নন্দিত ডেস্ক :: সিলেটের জিন্দা ওলি হযরত শাহ্ আরেফীন (শারফিন শাহ্) এর আস্তানার উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। গতকাল (২০ নভেম্বর) এয়ারপোর্ট থানাধীন এলাকা চাতল পূর্বপাড়ায় হযরত শাহ্ আরেফীন (শারফিন শাহ্) এর আস্তানার মোতাওয়াল্লী আনোয়ার হুসাইন মাইজভাণ্ডারী সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।
মো.রহিম উল্লাহকে সভাপতি ও মো.বাবুল আহমদ সাবেক চেয়ারম্যানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নাজির আহমদ নাজির, সহ-সভাপতি পাকি মিয়া,হেকিম মিয়া,সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জলাল আহমদ, সহ-সাংগঠনিক তোরাব আলী,কোষাধক্ষ মোতাওয়াল্লী আনোয়ার হুসাইন মাইজভাণ্ডারীর,দপ্তর সম্পাদক জমির মিয়া,সহ-দপ্তর সম্পাদক মকবুল হোসেন,সাংকৃর্তিক সম্পাদক সাংবাদিক আমির হোসেন সাগর,প্রচার সম্পাদক কাওসার আহমদ,সহ প্রচার সম্পাদক ছয়ফুল প্রবাসী।
কমিটির সদস্যরা হলেন, তোফাজ্জুল হোসেন,ছত্তার মিয়া,আসুক মিয়া, লায়েক,বাদশাহ মিয়া, আরিফ মিয়া,হেলাল,তারেক,হেলাল,আলম,কমর উদ্দিন,মুহির,আলী মিয়া,ফারুক,রামিম সুলতান,খালেদ আহমদ।বিজ্ঞপ্তি-
মন্তব্য