নন্দিত ডেস্ক :সিলেটের জিন্দা ওলি হযরত শাহ্ আরেফীন (শারফিন শাহ্) এর আস্তানায় সাপ্তাহিক মিলাদ মাহফিল ও ভক্তিমূলক গান অনুষ্টিত হয়েছে। এয়ারপোর্ট থানাধীন এলাকা চাতল পূর্বপাড়ায় হযরত শাহ্ আরেফীন (শারফিন শাহ্) এর আস্তানার মোতাওয়াল্লী আনোয়ার হুসাইন মাইজ ভান্ডারীর সভাপতিত্বে ও আস্তানার সাংকৃর্তিক সম্পাদক সাংবাদিক আমির হোসেন সাগরের পরিচালনায় মিলাদ ও ভক্তিমূলক গান অনুষ্টিত হয়।
আস্তানার সভাপতি মো.রহিম উল্লাহ, সাধারণ সম্পাদক মো.বাবুল আহমদ সাবেক চেয়ারম্যান, এছাড়া আস্তানা কমিটির নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নাজির আহমদ নাজির, সহ-সভাপতি পাকি মিয়া,হেকিম মিয়া,সহ-সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জলাল আহমদ, সহ-সাংগঠনিক তোরাব আলী,কোষাধক্ষ মোতাওয়াল্লী আনোয়ার হুসাইন মাইজ ভান্ডারীর ,দপ্তর সম্পাদক জমির মিয়া,সহ-দপ্তর সম্পাদক মকবুল হোসেন, প্রচার সম্পাদক কাওসার আহমদ,সহ প্রচার সম্পাদক ছয়ফুল প্রবাসী, তোফাজ্জুল হোসেন,ছত্তার মিয়া,আসুক মিয়া, লায়েক,বাদশাহ মিয়া, আরিফ মিয়া,হেলাল,তারেক,হেলাল,আলম,কমর উদ্দিন,মুহির,আলী মিয়া,ফারুক,রামিম সুলতান,খালেদ আহমদ।
শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউল তোতা মিয়া, নিউ মুন্নি হবিগঞ্জ, মনিমুক্তা, সুইটি আক্তার, তামান্ন, তানিয়া, সুমা, পপি সরকার প্রমূখ। বিজ্ঞপ্তি-
মন্তব্য