নৌকার বিজয়ে পুরুষের পাশাপাশি মহিলাদেরকেও মাঠে থাকতে হবে : মোমেন

নন্দিত সিলেট :: সিলেট ১ আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে পুরুষের পাশাপাশি মহিলা নেত্রীদেরকেও নির্বাচনী মাঠে কঠোর পরিশ্রম করতে হবে। নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে এখন থেকে নির্বাচন পর্যন্ত দলের প্রত্যেক কর্মীদের নিরলস কাজ করতে হবে। রবিবার সন্ধ্যায় নগরের হাফিজ কমপ্লেক্সে সিলেট মহানগর যুব মহিলা লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর যুব মহিলা লীগের সভাপতি নাজিরা শিলার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহ সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ডেইজী সরওয়ার। কর্মী সভায় বক্তব্যে যুব নেত্রীরা তাদের বক্তব্যে বলেন, আগামী ৩০ তারিখে নৌকার বিজয় নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সভায় নগরীর প্রত্যেক ওয়ার্ডেও যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।