নারীসমাজের উন্নয়নে আ.লীগকে ফের ক্ষমতায় আনতে হবে: সেলিনা মোমেন

নন্দিত ডেস্ক :: সিলেট-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী এ কে আবদুল মোমেনের স্ত্রী সেলিনা মোমেন বলেছেন, ‘নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভন নয়; এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনই দেশের নারীসমাজের উন্নয়নে কাজ করেছে। আর নারীর ক্ষমতায়নে অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ব স্বীকৃতিও পেয়েছেন।’ বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের লালাদিঘীরপাড়ে সর্বস্তরের নারীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে ফের আওয়ামী লীগকে ক্ষমতায় আনার উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। সিলেট প্রেস মালিক সমিতির সভাপতি মেহেদী কাবুলের পরিচালনায় মতবিনিময়ে সভাপতিত্ব করেন সমাজ সংগঠক মনোয়ারা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসর আজীজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, মহানগর মহিলালীগের যুগ্ম সম্পাদক হেলেন চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা প্রমথ তালুকদার, রুপম কান্তি দাস, মিজান আহমদ, রহিমা বেগম প্রমুখ।