ড. মোমেনের সমর্থনে মহিলা আ.লীগের আলোচনা সভা

নন্দিত ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড.এ.কে আব্দুল মোমেন এর সমর্থনে সিলেট নগরীর ১৩নং ওয়ার্ডে আলোচনা সভা বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়। মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শাহনারা বেগমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শ্যামলী দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, প্রধান বক্তার বক্তব্য রাখেন ড.এ.কে আব্দুল মোমেনের সহধর্মীনি সেলিনা মোমেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, সহ সভাপতি সালমা বাছিত, বিলকিস নুর, মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি মারিয়ান আহমদ মাম্মী, হাছনা হেনা, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আছমা কামরান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলার এডভোকেট সালমা সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ এছাড়া উপস্থিত ছিলেন মাধুরী গোন, সালমা বেগম, হাছিনা বেগম, শিপা বেগম, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সাবেক কাউন্সিলর চন্দন রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন, সাবেক মহিলা কাউন্সিলর দিবা রানী দে বাবলী, শামীমা আফছর, সৃজন রীনা বিশ্বাস, অভি, সৈকত, আকাশ প্রমুখ।