শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুক্তাদির

নন্দিত সিলেট :: শহীদ বুদ্ধিজীবী দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের চৌহাট্টাস্থ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিলেট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি শহীদদের কবরের পাশে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট-এর সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শহীদ, বিএনপি নেতা আশরাফ আলী, সাবেক ছাত্রদল নেতা আফসর খান প্রমুখ।