ওসমানী হাসপাতালে দুই ব্যক্তির অজ্ঞাত লাশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুটি অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। গত সোমবার (১৭ ডিসেম্বর ) ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জানা যায়, কে বা কারা গত ৯ ডিসেম্বর অসুস্থ অবস্থায় ১জনকে ও ১৩ ডিসেম্বর অসুস্থ অবস্থায় অপর ব্যক্তিকে ওসমানী হাসপাতালের বারান্দায় ফেলে চলে যায়। মেডিকেল কর্তৃপক্ষ একজনকে ৯ ডিসেম্বর ৫নং ওয়ার্ডে ও অপরজনকে ১৩ ডিসেম্বর ১১নং ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৫নং ওয়ার্ডে গত ১৭ ডিসেম্বর ৭টা ৪০ মিনিটে (স্মারক নং ওমেকহাসি/২০১৮/৬৪১৫) এবং একই দিন ১১নং ওয়ার্ডে দুপুরে আরেকজন রোগীর মৃত্যু হয় (স্মারক নং ওমেকহাসি/২০১৮/৩৮৩)। এরপর হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি সিলেট কোতোয়ালী থানা পুলিশকে অবগত করা হয়। এখন পর্যন্ত এই দুটি অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। যদি কারো পরিচিত হয়ে থাকে বা তাদের পরিচয় জেনে থাকেন নিম্নে ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। কোতোয়ালী থানা, সিলেট : ০১৭৮৬-৬৩৬৫৬৫ কোতোয়ালি থানার এসআই চন্দ্রশেখর বড়ুয়া: ০১৭১১-০৫৯৬০৫