সুরমা খেলাঘর আসর সিলেট এর পক্ষ থেকে শক্তিব্রত হালদার কে সম্মাননা প্রদান

নন্দিত সিলেট :: সুরমা খেলাঘর আসর সিলেট এর পক্ষ থেকে শক্তিব্রত হালদার (মানু) কে আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়েছে । আজ মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে এ সম্মাননা প্রদান করা হয় । সম্মাননা প্রদান অনুষ্ঠানে কনোজ চক্রবর্তী বুলবুল এর সভাপতিত্বে সংগঠনের সাধারন সম্পাদক ধ্রুব গৌতম এর পরিচালনায় এ সময় উপস্তিত ছিলেন পুরবী হালদার,রবীন্দ্র ভট্রাচার্য ,পরিতোষ বাবলু, দ্বীন বন্ধু পাল , মাসুদা সিদ্দিকা রুহী,চন্দ্র শেখর দেব ,জহর দাস ,পাঙ্গন রায় শারদ,সন্দীপ দেব ,এমরান ফয়সল । সম্মাননা প্রদান অনুষ্ঠানে সুরমা খেলাঘর আসর সিলেট এর সভাপতি অসুস্থ তাজুল ইসলাম বাঙ্গালীর খোজ খবর নেন এবং তাজুল ইসলাম বাঙ্গালী দ্রুত সুস্থ হযে আবার সভার মাঝে ফিরে আসুন এমন প্রত্যাশা করেন সবাই ।