ওয়ালটন সিলেট”র এরিয়া ম্যানেজার মাকসুদ মানিক ও আরিফুল ইসলাম তুহিনকে সংবর্ধনা প্রদান

নন্দিত ডেস্ক: ওয়ালটন গ্রুপের  এরিয়া ম্যানেজার জনাব মাকসুদ মানিক বিদায় ও নবাগত ম্যানেজার জনাব আরিফুল ইসলাম তুহিন কে যুবরাজ সাইন এর পক্ষ থেকে আজ এক অনারম্বর অনুষ্টানের মাধ্যমে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল হাসান, ওয়ালটন প্লাজা সুবিদ বাজার এর ম্যানেজার জনাব আবুল হাসান লিটন, আম্বরখানা প্লাজার ম্যানেজার জনাব খুরশেদ আলম, যুবরাজ সাইন এর কর্নধার জনাব মুহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ, মিজানুল হক, রিপন আহমদ, আল আমিন প্রমুখ।