মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের  শিক্ষক আজির উদ্দিন’র  এমফিল ডিগ্রি লাভ

নন্দিত ডেস্ক : সিলেট মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক আজির উদ্দিন (আজির হাসিব) সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ‘দিলওয়ারের কবিতা : বিষয় ও প্রকরণ’ শীর্ষক অভিসন্দর্ভ রচনার জন্য এমফিল ডিগ্রি লাভ করেছেন। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১১তম সভায় তাঁকে এ-ডিগ্রি প্রদান করা হয়। তাঁর গবেষণা-তত্ত্বাবধায়ক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট কবি, গবেষক ও কথাসাহিত্যিক ড. মো. জফির উদ্দিন (জফির সেতু)। আজির উদ্দিন ১৯৮৩ সালের সালের পহেলা জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো. আব্দুর রকিব ছিলেন খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। মাতা রহিমা খাতুন গৃহিণী। তিনি পিয়াইনগুল কলিম উল্লাহ উ”চবিদ্যালয় থেকে মাধ্যমিক, মদনমোহন কলেজ থেকে উ”চমাধ্যমিক এবং সিলেট এমসি কলেজ থেকে স্নাতক সম্মানসহ স্নানতোকোত্তর ডিগ্রি লাভ করেন। এমসি কলেজের বাংলা বিভাগ থেকে ২০০৭ সালে তিনিই প্রথম ¯স্নানতোকোত্তর শ্রেণিতে বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করার বিরল গৌরব অর্জন করেন। বিভিন্ন সময়ে তিনি সিলেটের ঐতিহ্যবাহী এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, সালুটিকর কলেজ ও শাহজালাল সিটি কলেজে অধ্যাপনা করেছেন। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাঁর একাধিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন সময়ে ভারতের রবীন্দ্রভারতী, আসাম, যাদবপুর ও সিধু-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করে নিজের গবেষণাপত্র উপস্পহানের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থাবলি হচ্ছে কবিতা-অশ্ব ও আরোহীরা (১০১৭) সাহিত্য-সমাজ-দর্শন (২০১৮), মো. আবুল বশর (২০১৮) জীবনীগ্রহ । ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। স্ত্রী পারুল বেগমও একজন শিক্ষক। যুক্ত আছেন গোষ্ঠীপত্রিকা কথাপরম্পরার সঙ্গে। তাঁর এই ডিগ্রি অর্জনে তিনি গবেষণা-তত্ত্বাবধায়কসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্যবৃন্দ, উ”চশিক্ষা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।