নন্দিত ডেস্ক : রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে বিভিন্ন পেশায় ৫জন কৃতি ব্যক্তিকে ভোকেশনাল এক্সেলেন্সি এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। শনিবার রাতে নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মুর্শেদ আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা সেবায় সিলেট অনেক বিকশিত হয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় এই সেবা পৌছে দিতে সক্ষম হয়েছে। তিনি রোটরি ক্লাব সিলেট সেন্ট্রালের বিভিন্ন কল্যাণমুলক কাজের প্রশংসা করেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটা. এম এ রহিম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটা. পিপি মো. সিদ্দিকুর রহমান, রোটা. পিপি হুমায়ুল ইসলাম কামাল, রোটা. পিপি মো. আব্দুল মুকিত ও রোটা. মো. রুহুল আলম।
শুরুতে কোরআন তেলায়াত করেন রোটা. মোহাম্মদ আলী হোসেন। রোটারী প্রত্যয় পাঠ করেন রোটা. পিপি আবুল বশর। প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করেন রোটা. পিপি আব্দুল খালিক ও রোটা. মনসুর আহমদ। এ বছর বিভিন্ন পেশায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৫ জন ব্যক্তিকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন শিক্ষকতায় সিলেট সরকারী মহিলা কলেজের দর্শন বিভাগের প্রধান প্রফেসর মুছব্বির চৌধুরী, সাংবাদিকতায় এনামুল হক রেনু, নারী উদ্যোক্তা শাহেদা পারভীন চৌধুরী, কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনে মি. বাবলা এবং নার্সিং পেশায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স মিতালী দেব।
এছাড়া ক্লাবের পক্ষ থেকে কয়েজন রোটারীয়ানদের সন্তান যারা বিগত এসএসসি, এইচএসসি এবং তদূর্ধ পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন তাদেরকে উদ্দীপনা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এরা হলেন হাফসা রহমান, নাবিলা রহমান, আহমেদ আরাফাত, ডা. তাসনিম আরা ইসলাম, তাসকিন সুলতানা, আনিকা লুবাবা, লাজিমুল হক এবং আবরাজ ফায়াজ বন্ধন।
মন্তব্য