নন্দিত সিলেট: বৃহত্তর তৈমুখী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আলিউর রহমান অলির মাতার ইন্তেকালে বৃহত্তর তৈমুখী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা গভীর শোক প্রকাশ করেছেন ।
এক শোক বার্তায় সংঘটনের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ লিমন, রেজারুবেল, করিম,শামছুল হক,দুলাল রেজা, আলমগীর,সেলিম,সাধু,সেবুল শোক প্রকাশ করেন ।
বিবৃতিতে নেতৃবৃন্দরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য