নন্দিত ডেস্ক:দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘেরখলা(তকিয়া)পীরবাড়ীর বার্ষিক ওয়াজ মাহফিল ১৩ ফেব্রুয়ারি রোজ বোধবার ।পীরে কামিল মরহুম শাহ আহমদ আলী তোতা মিয়ার মৃত্য বার্ষিকী উপলক্ষে উক্ত ওয়াজ মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কুরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। ওই দিন বেলা ২টা থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত এ ওয়াজ মাহফিল চলবে। উক্ত মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখিরাতের সাফল্য অর্জন করতে বিশেষভাবে আমন্ত্রণ করেছেন পীর শাহ এমদাদুর রহমান(রুপন)।।
মন্তব্য