ভিন্ন আঙ্গিকে উদযাপিত হলো কৃষ্ণকলি তরুণ সংঘের ৯ম সরস্বতী পূজা

নন্দিত ডেস্ক: কৃষ্ণকলি তরুণ সংঘ,পানিছড়া,চিকনাগুল,জৈন্তাপুর,সিলেটে সকাল হতেই বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়।গতকাল রবিবার, ১০ ফেব্রুয়ারি  জ্ঞান ও সত্য প্রকাশের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে পুরোহিত পূজাপর্ব শেষ করেন। শ্রী শ্রী কালিমাতা মন্দিরে কৃষ্ণকলি তরুণ সংঘের আয়োজনে সরস্বতী পূজোয় নানা কার্যক্রমের মধ্যে ছিল শিশুদের মেধা বিকাশে ধর্মীয় কুইজ,ছোট ছোট সোণামণিদের উলুধ্বনী প্রতিযোগিতা,শংঙ্খ বাজানো প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরুরস্কার তুলে দেন মায়া হোমিও ফার্মেসী,সিলেটের স্বত্তাধিকারী ডা: কানু দত্ত সেনাপতি, উপস্থিত ছিলেন এ প্রজন্মের তরুণ লেখক পল্লব পলাশ,কৃষ্ণকলি তরুণ সংঘের সভাপতি পান্না ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কাজল দাস ও শ্রী শ্রী কালিমাতা মন্দির এর কাযর্করী কমিটির সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলার সভাপতি নিপেন্দ্র কুমার দাস ও সাধারণ সম্পাদক অানন্দ রাম দাস। প্রমুখ। পুরস্কার বিতরণ শেষে সংঘঠনের সাংঘটনিক সম্পাদক শ্যামল রায় ও ডিএইচ শাহানের জন্মদিনের কেক কাটা হয় এবং কেক কাটা শেষে সকল প্রতিযোগি ও উপস্থিত সবার তরুণ লেখক পল্লব পলাশের বই বিতরণ করা হয় এবং পরে বিদ্যা দেবীর আরতি প্রদানের মাধ্যমে পূজোর সমাপ্তি করা হয়।