করসনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে কল্যান কমিটির উদ্যেগে উন্নয়নমূলক কাজ চলছে

নন্দিত সিলেট : সিলেটের দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের করসনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে কল্যান কমিটির উদ্যেগে উন্নয়নমূলক কাজ চলছে ।এলাকার যুবসমাজের সার্বিক সহযোগিতায় এ সময় উপস্হিত ছিলেন বিদ্যালয়ে কল্যান কমিটির  সভাপতি রফিকুল ইসলাম ,সাধারন সম্পাদক লায়েক আহমদ জিকু ,কোষাধ্যক্ষ আব্দুল মুহিত,তোফায়েল হক রুনাম ,মিজানুর রহমান ,এমরান ফয়সল ,ফখরুল ইসলাম জাহের ,ওবায়দুর রহমান রিপন ,আমিনুল হক শেপু,হিমেল আহমদ,জামিল আহমদ,আখলাকুর রহমান সাজু ,এসময় আরো উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক মামুনও শামীমা বেগম । এসময় বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক বিষয়ে আলোচনা করা হয় ।