নন্দিত ডেস্ক: সিলেট মহানগর বিএনপি নেতা ও বেসরকারি সংস্থা সিডাবের প্রধান নির্বাহী সুলেমান হোসেনের মা রাহেলা বেগমের কুলখানি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার নগরের হাউজিং এস্টেটস্থ বাসায় বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মুফতি বদরুন নূর শায়েক, ঢাকা ব্যাংক মদিনা মার্কেট শাখার ব্যবস্থাপক ফজলে আহমদ রাব্বী, নয়া সড়ক মাদ্রাসার মাওলানা আব্দুল কাদির ও মাওলনা আব্দুল কুদ্দুস, তাবলিগ জামায়াতের আমীর আব্দুল হান্নান, যুবদল নেতা নজিবুর রহমান নজিব, কামরুল হাসান শাহীন, মো. মানিক, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আমির উদ্দিন, হাজী তারা মিয়া, অ্যাডভোকেট সালমান, অ্যাডভোকেট রকিবুন্নেছা রেবু, সাংবাদিক আব্দুর রশিদ রেনু ও কলেজ শিক্ষক জামাল নাসের।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে রাহেলা বেগম মারা যান। ঐ দিন বাদ এশা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে দরগাহ কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি
মন্তব্য