নন্দিত সিলেট:এ্যাপোলো হসপিটাল ঢাকা এবং নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট এর সাথে এক বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট এর রেফারেল রোগীরা এ্যাপোলো হসপিটালস্ ঢাকাতে ক্যান্সার রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা হ্রাসকৃত মূল্যে পাবেন।
এছাড়া অন্যান্য রোগীদেরও হ্রাসকৃত মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে এ্যাপোলো হসপিটালস্। পাশাপাশি এনআইসিইউ ও শিশু বিভাগের জুনিয়র ডা: এবং নার্সদের এ্যাপোলো হাসপাতালে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ চুক্তির মাধ্যমে রোগীরা সহজেই উন্নতমানের সেবা গ্রহণ করতে পারবেন। রোগীরা হয়রানীর হাত থেকেও রেহাই পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ্যাপোলো হসপিটালস্্ ঢাকা এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম মেডিকেল সার্ভিস ডা: আরিফ মাহমুদ, ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট শান্তানু কুমার দাস, আক্তার জামিল আহমেদ ও মানাস মজুমদার।
নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান অধ্যাপক ডা: মোহাম্মদ আফজল মিয়া, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, নর্থইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মনোজ্জির আলী, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মৃনাল কান্তি দাস, আইসিইউ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: আব্দুল জলিল বড় ভূইয়া, গাইনী এন্ড অবস্্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: নাহিদ ইলোরা, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: গোলজার আহমেদ, সিসিইউ বিভাগের অধ্যাপক ডা: মো: ফারুক উদ্দিন, অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: দেবাশীষ পাটোয়ারী, আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক ডা: জোয়ারদার ইফতেখার কাশেম, প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: সূচনা নাজরিন, কোম্পানীর সেক্রেটারী মো: আব্দুল ওয়াহিদ, চীফ একাউনটেন্ট সৈয়দ ইশতিয়াক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
মন্তব্য