লালাবাজারে আলিশা ফুড ফ্রী হোম ডেলিভারি সার্ভিস শুরু

নন্দিত সিলেট:দক্ষিন সুরমা লালাবাজারে নিত্য প্রয়োজনীয় “ আলিশা ফুড “ ফ্রী হোম ডেলিভারি সার্ভিস শুরু হয়েছে পহেলা বৈশাখ রবিবার থেকে লালাবাজার বণিক সমিতির সাধারন সম্পাদক ও লালাবাজার “ফুলকলি শাখার “স্বত্বাধিকারী তরুন উদ্যোক্তা নিজাম আহমদের দীর্ঘদিনের পরিকল্পনা ও ডিজিটাল ব্যবসার বাস্তবায়নের একটি প্রয়াস এই উদ্যেগ। দক্ষিন সুরমা লালাবাজারে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পন্য নিয়ে “আলিশা ফুড” নিয়ে এল গ্রাহকদের জন্য এক বিশাল দারুন অফার। ঘরে বসে গ্রাহকরা দৈনন্দিন যে কোন পন্য মোবাইল বা অনলাইনে অর্ডার করলেই পৌছে যাবে সেই পন্য ফ্রী ডেলিভারিতে।গ্রোসারী পন্য থেকে শুরু করে মাছ,মাংস ,সবজি,ফল,বিস্কুট,দই,মিস্টি,ফাস্ট ফুড সহ সকল প্রকার দৈনন্দিন বাজার পাওয়া যাবে এই সার্ভিসে।