সিলেটে মাইটিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নন্দিত সিলেট: মাই টিভি সিলেট বিভাগীয় অফিস‘র উদ্যোগে মাই টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর জিন্দাবাজারে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটায় সিলেট নগরীর জিন্দাবাজারে সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে কেক কাটার এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সমাপ্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান,সিলেট জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী , সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার জেদান আল মুসা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো : মনিরুজ্জামান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পা ঘোষ, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, সিনিয়র সাংবাদিক আল আজাদ, আব্দুর রশিদ মো. রেনু,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান,সিনিয়র সাংবাদিক আতাউর রহমান আতা, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুল কবির ,সাবেক সাধারন সম্পাদক দেবাশীষ দেবু,বাতেন ফয়সল,গোলজার আহমদ,আলমগীর হোসেন, এ এ চৌধুরী শিপার, কামরুল হাসান,কাইয়ুম উল্লাস,শফি আহমদ,সুলতান সুমন,শাহিন আহমদ,নুরুল ইসলাম,সেলিম শিকদার,আজমল হোসেন ,রেজা রুবেল, হোসাইন আজাদ এমরান ফয়সল,বিপলু আহমদ,শামিম আহমদ, জুবেল তালুকদার,আবদাল আহমদসহআরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার‘র উপ-পরিচালক রাকিব আল মাহমুদ,স্পৃহা থিয়েটার এর সিনিয়র সভাপতি আশরাফুল বাবুল,সাধারন সম্পাদক সৈয়দা সুরাইয়া জামান,ধ্রুব গৌতম ,সাবিনা বেগম ,সালমা বেগম, আল মামুন বাবুল ,সায়হান আহমদ প্রমুখ । সহ সিলেট বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মাই টিভির ১০ম প্রতিষ্টাবার্ষিকীতে সিলেট বিভাগীয় ইনচার্জ জাফর সাদেক মো. কয়েস গাজী, প্রতিনিধি এম আর টুনু তালুকদার ও শাহ মো:তানভীরকে উপস্থিত অতিথিবৃন্দ ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান।