মোগলাবাজারে পূর্ব বিরোধের জের ধরে শিশুকে নির্যাতন

নন্দিত ডেস্ক:মোগলাবাজারে পূর্ব বিরোধের জের ধরে এক শিশুর উপর নির্যাতন চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। থানার মোহাম্মদপুর গ্রামে গত ১৮ এপ্রিল বিকেলে এ ঘটনা ঘটে। শিশুর উপর হামলার ঘটনায় তার চাচা বেলাল উদ্দিন বাদী হয়ে মোগলাবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটির তদন্ত করছে। অভিযোগ থেকে জানা যায়, মোহাম্মদপুর গ্রামের বেলাল উদ্দিন ও গোলাব আলী গংদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ সূত্র ধরে ১৮ এপ্রিল বিকেলে বেলাল উদ্দিনের ভাতিজা পাঁচ বছর বয়সী শিশু মাহদী হাসানকে বাড়ির পাশে রাস্তায় পেয়ে গোলাব আলী শিশুটিকে চড় তাপ্পর মেরে গলায় চেপে ধরে। এসময় শিশুটিকে উপর থেকে ছোড়ে ফেলে গোলাব। এতে মাহদী মারাত্বক আহত হলে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বেলাল আহমদ বাদী হয়ে গোলাব আলী ও তার দুই ছেলের বিরুদ্ধে মোগলাবাজার থানায় অভিযোগ দায়ের করেন। মোগলাবাজার থানা পুলিশ জানিয়েছে অভিযোগটির তদন্ত শেষে ব্যাবস্থা নেয়া হবে।