নন্দিত ডেস্ক :এবারের এসএসসি পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগ থেকে জিপি এ- প্লাস পেয়েছে কৃতি ছাত্র গাজী মো.মাজদি। সে নগরীর লামাবাাজার আবাসিক এলাাকার বাসিন্দা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর নাতি, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাফর সাদেক কয়েছ ও মা সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী খোদেজা ইসলাম দীনার দ্বিতীয় ছেলে। মাজদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। ফলাফলের জন্য সে বাবা মা ও শিক্ষকের প্রতি কৃত্জ্ঞ। সে প্রতিদিন ৪/৫ঘন্টা লেখা পড়া করত। তার প্রিয় শখ বই পড়া। উল্লেখ্য সে পি ই সি ও জি এস সিতে ও কৃতিত্বের সাথে গোল্ডেন জিপি এ- প্লাস পেয়েছিল। ্আগামীতে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সে সকলের দোয়া প্রার্থী।
মন্তব্য