কনফিডেন্স ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নন্দিত ডেস্ক :পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে কনফিডেন্স ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে দুস্থদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সমিতির কার্যালয় আঙ্গিনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ খাঁন ও ডা: হোসেন আহমদ চৌধুরী। সংগঠনের সভাপতির হিরা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, সয়েফ খাঁন, ইউনূস খাঁন, সাংবাদিক চৌধুরী আমিরুল ইসলাম, জাবেদ এমরান, সুয়েব আহমদ, সুমন আহমদ, সমিতির কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান, সদস্য লায়েক আহমদ, রাজু আহমদ, সিপন আহমদ, সেলিম আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী বেলাল আহমদ, শফিক মিয়া ও কুইন্স টাওয়ারের ম্যানেজার গিয়াস উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি