বৃহত্তর ভাটা মডেল সমাজ কল্যান সংস্থার ইফতার মাহফিল সম্পন্ন

নন্দিত ডেস্ক: সিলেট নগরীর বৃহত্তর ভাটা মডেল সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভাটা বাগান বাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়েছে । উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সংস্থার সভাপতি গোলাম মোস্তাফা সভাপতিত্বে হাফিজ শামিম আহমদ ও হাফিজ আশফাক আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং খাদিম নগরের ইউপি চেয়ারম্যান দেলোয়ার হুসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম মেম্বর, বিশিষ্ট মুরব্বি সিদ্দেখ আলী, আব্দুল শুকুর, মঈনউদ্দীন, রাজু আহমদে,ময়না মিয়া,শহীদ উল্লাহ ,আব্দুল করিম, নাছির উদ্দিন, কালা মিয়া, আব্দুল খালিক, সিরাজ মিয়া,সোরাব আলী, আব্দুল জব্বর, আব্দুল লতিফ , নুর ইসলাম,শামিম আহমদ,নুরুল ইসলাম,জালাল উদ্দিন দুদু, আব্দুল হাসিম,জামাল আহমদ,ইদ্রিস মিয়া, সুমন আহমদ, আবুল কালাম,মামুন, আব্দুল আলী, আব্দুল শহীদ,শাহ উদ্দি ফখর,মাসুম,জুম্মন, লোকমান, আব্দুল কাইউম,সাদেক মিয়া,শফিক মিয়া,রাজু, বিনয়,জুবেল, নায়িম মামুন প্রমূখ। ইফতার মাহাফিলে দোয়া পরিচালনা করেন আশফাক আহমদ।