নন্দিত ডেস্ক :জালালপুর উচ্চ বিদ্যালয়ের ৯৪ তম ব্যাচ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার জালালপুর বাজারে শাহজালাল কমিনিউটি সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
ইফতার ও দোয়া মাহফিলে শরিফ আহসানের সভাপতিত্বে ও আমিনুর রশিদ রুমেলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান সুলাইমান হোসেন ,এ সময় আরো উপস্হিত ছিলেন
শহিদুর রহমান শাহিন,আখলাফুর আম্বিয়া বাতিন, প্র্রমুখ ।
উক্ত ইফতার মাহফিলে ’৯৪’তম ব্যাচ এর স্বাগত বক্তব্য রাখেন,আখতার হোসেন রুদন,শামীম আহমদ,হাফির হাসান শিকদার,
উক্ত ইফতার মাহফিলে দোয়া পরিচালানা করেন,জালালপুর জামে মসজিদের খতিবও ইমাম মাওলানা ইউনুস আলি।
মন্তব্য