নন্দিত সিলেট :: বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মদক্ষতা, উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যের ক্ষেত্রে ইতিহাস হয়ে থাকবেন। আওয়ামীলীগ কথায় নয় উন্নয়ন ও কাজে বিশ^াসী। উন্নয়ন কার্যক্রম সর্বমহলের মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে জনগণ পুনরায় শেখ হাসিনাকে ভোট বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছেন। তিনি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতি আরো তরান্বিত করতে তৃণমূল নেতাকর্মীদের দেশের স্বার্থে কাজ করার আহবান জানান।
মঙ্গলবার (২৮ মে) বিকালে সিলেট নগরীর পিরোজপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাহেদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আকবর আলী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী রইছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, জেলা আওয়ামীলীগের নেতা এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা তপন চন্দ্র পাল, সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন, মতিউর রহমান মতি, যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হাজী বশির মিয়া, বুরহান উদ্দিন, শ্রমিকলীগ নেতা আব্দুল গফফার, জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন, যুবলীগ নেতা জালাল উদ্দিন, রুহুল ইসলাম তালুকদার, জামাল উদ্দিন, বদরুল আলম তুহিন, মোঃ আলী, লোকমান হোসেন, কামরান আহমদ রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, ছাত্রলীগ নেতা সৈয়দ আলী হোসেন ইমানী, আতাউর রহমান সানি, মির মতিউর রহমান, জুয়েল আহমদ, ইমান আহমদ, সুমন আহমদ, শাহ ওলিদুর রহমান, ওমর ফারুক ফরহাদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা শেখ শরিফ আহমদ রাজা।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করে হাজী রইছ আলী।
মন্তব্য