নন্দিত ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, চিকিৎসকরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। অনেক ডাক্তার নিজের আরাম-আয়েশ ত্যাগ করে আর্ত-মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেন। দেশের চিকিৎসাসেবা আরো উন্নত পর্যায় নিয়ে যেতে হলো প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কাজ করার আহবান জানান। বিশেষ করে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে যাতে হয়রাণি করা না হয় সেদিকেও খেয়াল রাখার আহবান জানান মেয়র।
নগরীর র্পূব সুবিদবাজারে কিউর সার্ভিসেস (ফিজিওথেরাপী কিউর ফিজিওথেরাপী, স্লিমিং ও এইজ কেয়ার) সেন্টারের এর উদ্বোধন করতে গিয়ে মেয়র এসব কথা বলেন। মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ফিতা কেটে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সিলেটের কয়েকজন তরুণ চিকিৎসক মিলে কিউর সার্ভিসেস নামের এই প্রতিষ্ঠান শুরু করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউর সার্ভিসেস-এর পরিচালক ডাঃ হাফিজ আল আসাদ, ডাঃ এম এ আউয়াল আশিক, ডাঃ তাহি মোঃ তাহমিদ এবং ফিজিওথেরাপিষ্ট ডা. নিসর্গ দাশ অন্তু সহ অন্যান্যরা।
মন্তব্য