নন্দিত ডেস্ক :সিলেট নগরী থেকে সৈয়দ আবু সাহেদ (২৯) নামে এক যুবক ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত মঙ্গলবার (১৮ জুন) সাগরদিঘিরপাড় এলাকা থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ সৈয়দ আবু সাহেদ নগরীর সাগরদিঘিরপাড়ের ৩৩/২ হোসাইন মঞ্জিল তয় তলার বাসিন্দা। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সৈয়দপুরের সৈয়দ আব্দুল মুক্তাকিনের ছেলে।
জানা যায়, নিখোঁজ সৈয়দ আবু সাহেদ গত মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টার দিকে সাগরদিঘিরপাড়স্থ বাসা থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। এর পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সকল যায়গায় সন্ধান করেও তার খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ সৈয়দ আবু সাহেদের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে লাল-নীল চেক রংয়ের ফুল হাতা শার্ট ও সবুজ রংয়ের প্যান্ট ছিল।
এ ব্যাপারে নিখোঁজ সৈয়দ আবু সাহেদের ভাই সৈয়দ আবু ইসা এসএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার কোন সন্ধান পাওয়া গেলে কোতোয়ালী থানা অথবা তার ভাইয়ের মোবাইল নম্বর- ০১৭১২-৮৩২০০৮- এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য