শিবেরবাজারে বন্যার্তদের মাঝে ব্র্যাকের অর্থ সহায়তা

নন্দিত সিলেট:সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকায় সোমবার বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে ব্র্যাক। চারশ’ টাকা করে ১২০ জন বন্যার্তদের মাঝে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাষ তরফদার, শিবেরবাজার বাজার কমিটির সেক্রেটারি সামদান আহমদ, ব্র্যাকের এলাকা ব্যাবস্থাপক মো. আহাদ আলীসহ ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ।