৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শামীম আহমদের ছেলের শয্যা পাশে যুবলীগ সভাপতি আলম খান মুক্তি

নন্দিত সিলেট:৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শামীম আহমদের ছেলের শয্যা পাশে সিলেট এম এ জি ওসমানী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিগ্রেডিয়ার জেনারেল মো:ইউনুছুর রহমান ও সিলেট মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি । মোটর সাইকেল দুর্ঘটনায় আহত মো: সামীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।এসময় ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান ও আলম খান মুক্তি তার প্রাথমিক চিকিৎসার খোজখবর নেন।আরো ও উপস্থিত ছিলেন,বাংলাদেশ্ নারসেস এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি,শামীমা নাসরিন,সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক,মহানগর যুবলীগ নেতা মুরাদ আহমদ মুরন, সাংবাদিক নাজমুল কবীর পাবেল, ,সাংবাদিক গোপাল বর্ধন,সাংবাদিক পাপ্পু তালুকদার,সাংবাদিক এমরান ফয়সল,সাংবাদিক এম,ইসলাম মাহিন,৩ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আবীর হাসান রানা,১১ নং ওয়ার্ড যুবলীগ আহবায়ক আব্দুল খালিক লাবলু,যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,যুবলীগ নেতা রুহুল আমীন,আল মামুন বাবলু,রাশেদ আহমদ,আব্দুস সত্তার,সোহেল আহমদ,প্রমুখ।