নন্দিত সিলেট:কবি সুমন বণিকের সুবর্ণেসুমন আয়োজনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।কবি সুমন বণিকের সুবর্ণেসুমন উদযাপন আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার সিলেট জেলা পরিষদ হল রুমে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি ও গুণীজনদের নিয়ে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।গতকাল রাত ৮:৩০ মিনিটের সময় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে।প্রস্তুতি সভায় বিশিষ্ট কবি এ কে শেরাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব ধ্রুব গৌতমের পরিচালনায় প্রস্তুতি সভায় অংশ গ্রহন করেন, কবি ও ভাস্কর সম্পাদক পুলিন রায়,এনায়েত হাসান মানিক,জ্যোতিরময় দাশ মীশু,সুপ্রিয় ব্যানার্জি শান্ত,তারেশ কান্তি তালুকদার,পরিতোষ বাবলু,মাসুদা সিদ্দিকা রুহী,চন্দ্র শেখর দেব,আনোয়ার হোসেন মিছবাহ,মিজান মোহাম্মদ, অমিতা বর্ধন গাজী লাইলি আক্তার স্বপ্না,নাছিমা আক্তার,কামাল আহমদ,হিমাংশু রায় হিমেল,জিডি রুমু,আল মামুন বাবলু,এমরান ফয়সল,আব্দুল কাদির জীবন, শরিফ গাজী, সৈয়দ মুক্তদা হামিদ,দেবব্রত রায় লিটন,সৈয়ীদ আহমদ বহলুল,সুয়েজ হোসেন,আবু তাহের প্রমুখ।প্রস্তুতি সভা শেষে কবি সুমন বণিককে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্তব্য